এইচআইভি পুরুষের তুলনায় নারীর আক্রান্তের ঝুঁকি বেশি
বাবা মারা যাওয়ায় মা, দুই ভাই, বিয়ের সোমত্ত বোনকে নিয়ে অনেক কষ্টেই দিন কাটছিল তাদের। এ সময় ঢাকার গোপীবাগে এক অবস্থাপন্ন পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব আসে। এমন পাত্র হাতছাড়া করতে চাননি তার মা। তাকে দেখতে এসেই পছন্দ হয়ে যায় বরপক্ষের। ১৯৮৮ সালে কাজী ডেকে বিয়ে করে তাকে শ্বশুরবাড়িতে নিয়ে তোলে। বিয়ের পরদিনই জানতে পারেন তার স্বামী ফেনসিডিল খায়। এ প্রসঙ্গে তিনি বলেন, স্বামী তাকে প্রথমে ফেনসি, হেরোইন, এর পর সুই নেয়ার অভ্যাস করায়। ফেনসিতে নেশা না হলে হেরোইন খাই। হেরোইন নকল বের হওয়ায় নেশা হয় না। তখনি...
Posted Under : Health News
Viewed#: 39
See details.

